মেজর জেনারেলে পদোন্নতি পাওয়া প্রথম সেনা কর্মকর্তা ছিলেন ডা. সুসানে গীতি

বাংলাদেশে মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া প্রথম সেনা কর্মকর্তা ডা. সুসানে গীতি। তিনি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগ দেন।

তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজি’তে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন।

মেজর জেনারেল পদোন্নতি প্রাপ্ত ডা. সুসানে গীতির স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন।

তিন বোন পাঁচ ভাইয়ের মধ্যে সুসানে গীতি সপ্তম। তার শৈশব কৈশোর ও যৌবন কেটেছে রাজশাহীতে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন