বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আরবি চান্দ্র বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের নবম মাস রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মাসটি বিশেষভাবে পবিত্র। পুরো মাস রোজা পালন শেষে পরবর্তী শাওয়াল মাসের ১ তারিখ ঈদুল ফিতরের মাধ্যমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।
আরবি বর্ষপঞ্জি চাঁদভিত্তিক হওয়ার কারণে বিশ্বজুড়ে ঈদ উদযাপনের ক্ষেত্রে এক দিন তারতম্য হয়। চলতি বছর শুক্র ও শনিবার ঈদুল ফিতর উদযাপন করেছে বিশ্বের বিভিন্ন দেশ।