কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মায়িশা; বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার গরিব পিতা। যশোরের মায়িশা ফারজানা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ ‘সংযোগ’ থেকে বিষয়টি জানা যায়।
মায়িশা ফারজানার পরিবার জানিয়েছে, ওর বাবা ওর জন্যে কিডনি ডোনেট করবেন। মায়িশার কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশেই হবে। কিডনি ট্রান্সপ্লান্ট এবং এর আগে পরে সবমিলিয়ে আনুমানিক ৫ লাখ টাকার ধারণা করা হচ্ছে। আপাতত মায়িশার পরিবার ‘সংযোগ’র কাছে ৩ লাখ টাকা চেয়েছেন। এই টাকা পেলেই উনারা কিডনি ট্রান্সপ্লান্ট এর জন্যে এগুতে পারবেন।
তারা আরও জানান, মায়িশার কিডনি ট্রান্সপ্লান্ট জরুরি।এখন ডায়ালাইসিস এর উপর ছোট শরীরটা টিকে আছে কেবল। গরিব পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্খীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
যারা মায়িশার জন্যে কন্ট্রিবিউশান করতে চান,নিচের লিংকে ঢুকে সরাসরি ডোনেট অপশন ইউজ করতে পারবেন:
Medi Help for Maisha Farzana
যারা পেপ্যালে দিতে চান,
https://www.paypal.com/donate/?hosted_button_id=DQB3N4WMMT5S4&
যারা জেল অপশন ইউজ করতে চান,
To use Zelle, anyone can use
admin@songjogfoundation.org