বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নারায়ায়ণগঞ্জ জাতীয়তাবাদী শিক্ষনবিশ আইন ছাত্র ফোরামের উদ্যোগে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন । এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা মিছিলের মধ্যে তাদের মিছিলটি ছিলো চোখে পড়ার মতো। মিছিলে তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকার রাজপথ।
এসময় জাতীয়তাবাদী শিক্ষনবিশ আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা খন্দকার মোঃ সাদ্দাম হোসেন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন, ইমরান মেহেদী, মোঃ তৌছিফ, মোঃ আব্দুল্লাহ আল-মামুন সরকার, মোঃ আক্তার হোসেন প্রমুখ।
মঙ্গলবার বেলা আড়াইটায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন এসময়।