বিশ্ব গণতন্ত্র দিবসে নয়াপল্টনে আলীনুরের শোডাউন

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে সারাদেশের ন্যায় সিদ্বিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন । এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা মিছিলের মধ্যে তাদের মিছিলটি ছিলো চোখে পড়ার মতো। মিছিলে তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকার রাজপথ।


এসময় সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো : আলীনুর হোসাইন এর নেতৃত্বেউপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেব দলের সদস্য মো: সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: মিলন, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সদস্য মো: জুনায়েদ, সেচ্ছাসেবক নেতা আশিক, মাহমুদ সোহেল, আলতাফ হোসেন, আহমুদ্দোল্লা রাজু, মিজানুর রহমান রুবেল, শহিদুল ইসলাম, রানা প্রমুখ।


মঙ্গলবার বেলা আড়াইটায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বেস সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


এ ছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন এসময়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন