ফরিদপুরের ভাঙ্গায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাস দূর্ঘটনার কবেলে পড়ে। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এমন হতাহতের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মালিকগ্রাম ওভারব্রিজের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে সিলিন্ডার বিস্ফোরণে ছয় আরোহী দগ্ধ হন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে।
তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন মাইক্রোবাসের চালক। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।