শহরের খানপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) সকাল দশটার ওই এলাকার মাহাবুবের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (৫০) নগর খানপুরের হালিম মোল্লার বাড়ির ভাড়াটে। তার গ্রামের বাড়ি বাগেরহাটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাড়ায় চালিত ইজিবাইক নিতে গ্যারেজে যায় সাইদুল। এসময় ইজিবাইকে সংযোগ ছিলো বিদ্যুৎ। ইজিবাইক স্পর্শ করতেই সাইদুল বিদ্যুতায়িত হয়ে একসময় মাটিতে পড়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে পলাতক ওই গ্যারেজের মালিক মাহাবুব। পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে ।