নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে জিসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জিসান যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর স্বজনরা জানান, কিছুদিন আগে মায়ের সঙ্গে জিসান তার নানাবাড়ি সুন্দরপুর গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে তার বয়সী দুই শিশুর সঙ্গে জাম খেতে বাইরে যায়। এরপর তাদের সঙ্গেই রাস্তার পাশে একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইমরান হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।