বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না একটি খবরের কাগজের ফটোশুট করতে গিয়ে প্রেমে পড়েন। তারপর সেই প্রেম গড়ায় বিয়েতে। প্রায় ২২ বছরের দাম্পত্য অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না। বলিউডের অন্যতম সফল তারকা জুটি হিসেবে তারা খ্যাতি লাভ করেছেন।
তবে ২২ বছরের বিবাহিত জীবনে অনেক কিছুই ঘটেছে তাদের জীবনে। কিন্তু সম্পর্কে প্রভাব পড়েনি। টুইঙ্কেল-অক্ষয় যে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, এ কথাও অনেকে মেনে নেন। দীর্ঘদিন হলো অভিনয়ের মাঠ ছেড়ে দিয়েছেন টুইঙ্কেল। বরং লেখিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
অন্যদিকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে অক্ষয় এখন অনেক পরিণত। তবে তাদের বিয়ের সময় কম বিতর্ক হয়নি। কারণ সে সময় সম্পর্কের ক্ষেত্রেও অক্ষয় ছিলেন অক্ষয়। একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।