লক্ষ্মীপুরে বৃষ্টির মধ্যে কই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবদুর রহিম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর ঘটনায় বড়ভাই মো. সোলেমান (৫০) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আবদুর রহিম একই এলাকার রাধা বাড়ির আবদুল মতিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতির ভোর থেকে লক্ষ্মীপুরের অন্যান্য এলাকার মতো বিজয়নগর গ্রামেও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এসময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। বৃষ্টি ও বজ্রপাত হলে গ্রামের মাঠঘাটে কই মাছ পাওয়া যায়। ঘটনার সময় আবদুর রহিমও কই মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
তবে নিহত আবদুর রহিমের ভাবি শাহনাজ বেগম বলেন, বাড়ির পাশের মাঠে গরু বাধা ছিল। আবদুর রহিম ওই গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়। তার মৃত্যুতে আমার স্বামী সোলেমান অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। থানা পুলিশের সঙ্গে কথা বলে নিহতের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি আমাকে ঘটনাস্থল থেকে জানানো হয়েছে।