এক চার্জে ৪৫ ঘণ্টা চলবে ইয়ারবাড

দিন দিন বাড়ছে ইয়ারফোন ব্যবহার। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নামিদামি কোম্পানি আনছে নতুন নতুন ইয়ারফোন। এবার প্রোটন নিয়ে এলো নতুন একটি ইয়ারবাড। সংস্থার দাবি, ইয়ারবাডটি এক চার্জে ৪৫ ঘণ্টা চলবে। যে কারণে গেমারদের জন্য এই ইয়ারবাড খুবই ভালো সার্ভিস দেবে।

প্রোটন প্লেবাডস ২ ইয়ারবাডস হলো কোম্পানির গেমিং অডিও ডিভাইস। ইয়ারবাডটিতে অ্যাপটসেন্স ৪০এমএস লেটেন্সি প্রযুক্তি দেওয়া হয়েছে। প্রতিটি ইয়ারবাডেই হাই সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। ইয়ারবাডটি গেমিং এবং কলের মধ্যে সুইচ করার জন্য মাল্টি-ফাংশন টাচ কন্ট্রোল সাপোর্ট করে। অর্থাৎ গেম খেলতে খেলতে যদি ফোন আসে, তাহলে আপনি সহজেই গেমিং মোড থেকে কলিং মোডে নিয়ে আসতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন