ক্রিকেট দুনিয়ায় পাকিস্তান বরাবরই আনপ্রেডিক্টেবল দল। বলা হয়ে থাকে, কখন কী করবে, কী ঘটবে তাদের সঙ্গে, তারা নিজেরাও জানে না। এটি যেন সত্য প্রমাণিত হলো আরেকবার।
গত শনিবার (৬ মে) নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে পাকিস্তান। চারদিক থেকে অভিনন্দন বার্তা আসতে থাকে। এখনও হয়তো অনেকের শুভেচ্ছা জানানো শেষ হয়নি। এরই মধ্যে শীর্ষস্থান হারিয়েও বসেছে বাবর আজমরা!
তিন দিনও ধরে রাখতে পারেনি সিংহাসন। এর আগে সবচেয়ে কম সময় ওয়ানডে র্যাঙ্কিয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। ইংলিশরা তবু দিন তিনেক থাকতে পেরেছিল। পাকিস্তান দুই দিনেই নেমে গেল। ওয়ানডের সেরা দলের তালিকায় তাদের অবস্থান এখন তিনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সমীকরণটা ছিল, কিউইদের চার ম্যাচ হারালেই সবার ওপরে উঠবে পাকিস্তান। টানা চার জয়ে সেটি পূর্ণ করে উঠেও আসে শীর্ষে। কিন্তু শেষ ম্যাচের হার তাদের নামিয়ে দেয় তিন নম্বরে।
শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও দুইয়ে থাকা ভারতের পয়েন্ট সমান ১১৩। ১১২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তৃতীয় স্থানে। সবার উপরে ওঠার পথে পাকিস্তানের পয়েন্টও হয়েছিল ১১৩। ম্যাচের হিসাবে এক নম্বরে ওঠে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারার পর এক পয়েন্ট কমে যায়, ফলে দুই ধাপ পিছিয়ে যায় পাকিস্তান।
২০০২ সাল থেকে আইসিসি নিয়মিতভাবে র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। ২১ বছরে পাকিস্তানের মতো এত কম সময়ে কেউই শীর্ষস্থান হারায়নি।