‘রক অ্যান্ড রিদম ৩.০, ট্রিবিউট ফিয়েস্তা’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিবিউট কনসার্ট। এই কনসার্টে গান পরিবেশন করবে বাংলাদেশের সেরা ব্যান্ডদলগুলো।
আগামী ৫ মে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪ এ অনুষ্ঠিত হবে কনসার্টটি। অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের উদ্যোগে আয়োজিত কনসার্টটিতে থাকবে অসাধারণ সাউন্ড সিস্টেম ও লাইটিং সিস্টেম।
এই কনসার্টের মূল আকর্ষণ ‘আর্টসেল’। এছাড়া লাইভ পারফর্ম করবে দেশের স্বনামধন্য ব্যান্ডদল নেমেসিস, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, ইনডালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আওনিক বন্ড, ইকোজ ও উন্মাদ।
অতি জনপ্রিয়তার কারণে খুবই তাড়াতাড়ি কনসার্টটির টিকিট শেষ হয়ে যাচ্ছে। তাই আজই টিকিট সংগ্রহ করুন এই ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন Adventor Communications এর অফিসিয়াল ফেসবুক পেজে।