সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে চলছে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে। ২২ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে লীড এনে দেন সুরভী আকন্দ প্রীতি।
এএফসি চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলতে হলে বাংলাদেশকে জিততেই হবে। এই ম্যাচটি ড্র হলে বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলেরই সমান ৪ পয়েন্ট হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরের রাউন্ডে খেলবে।
এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাই ম্যাচ হলেও সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এই ম্যাচ নিয়ে উন্মাদনা অনেক। গ্যালারীতে বাংলাদেশি প্রবাসীরা রুমা-প্রীতিদের উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এই টুর্নামেন্টে সরাসরি সম্প্রচার বা কোনো লাইভ স্ট্রিমিং হচ্ছে না। প্রবাসী অনেকের ফেসবুক লাইভে দেখা গেছে, বাংলাদেশ স্বাগতিক সিঙ্গাপুরের উপর যথেষ্ট প্রাধান্য বিস্তার করেই খেলছে।