কদিন পরপরই লাতিন আমেরিকায় খোঁজ মেলে তরুণ সব প্রতিভাবান ফুটবলারদের। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো গোয়েজ, ফেদে ভালর্ভেদের মতো ফুটবলাররা তো সেখান থেকেই এসেছে। আর লাতিন প্রতিভাদের ইউরোপীয় ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রিয়াল মাদ্রিদের জুড়ি মেলা ভার। এবার শোনা যাচ্ছে, আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে লস ব্লাঙ্কোসরা।
আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলে থাকেন ১৭ বছর বয়সী ক্লাউদিও এচেভেরি। এই ফুটবলারকে ইউরোপীয় মিডিয়া নতুন মেসি নামে চিনলেও, নিজ দেশে ‘এল দিয়াব্লিতো’ নামেই পরিচিত। যার অর্থ ছোট্ট অধিপতি।
দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ‘ফিচাহেস’ বলছে, রিভারপ্লেটের এই তরুণ ফুটবলারের দিকে শুধু রিয়াল মাদ্রিদ না, ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ক্লাবগুলোরও চোখ গেছে। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই এচেভেরির জন্য হতে যাচ্ছে স্প্যানিশ, ইংলিশ ও ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের ত্রিমুখী লড়াই।
কাতার বিশ্বকাপ জয়ের পর গত মাসে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেখানে বিশ্বজয়ীদের সঙ্গে অনুশীলন করেছেন এচেভেরি। যদিও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার। তবে মেসির সান্নিধ্য পেয়ে এচেভেরি বলেছিলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে ট্রেনিংয়ের দিনটি কখনো ভুলব না। মেসির সঙ্গে দেখা হওয়া স্বপ্নপূরণের মতো। এখনো বিশ্বাস হয় না।