সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ৪ বছর পরে ফের ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এমটিভির জনপ্রিয় শো ‘রোডিজ সিজন ৯’ এ গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে তাকে।
এই চ্যানেল, এই শো থেকেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন রিয়া। তারপরে সুযোগ পান বড়পর্দায়। আর এবার এই চ্যানেলের, একই শোর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।
সোশ্যাল মিডিয়ায় যে প্রোমো ভিডিও ক্লিপিংসটি শেয়ার করে নেওয়া হয়েছে, তা বেশ অর্থবহ। সেখানে দেখা যাচ্ছে, আঁটসাঁট কালো রুপালী পোশাকে একটি দড়ি ধরে নামছেন রিয়া। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, ‘আপনাদের কি মনে হয়েছিল আমি আর ফিরব না? ভয় পেয়ে যাব? এবার অন্য কারো ভয় পাওয়ার পালা। দেখা হবে অডিশনে।’