ফায়ার সার্ভিস ও পুলিশের উপর হামলা, রিমান্ডে ৩

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন।  বংশাল থানায় করা মামলায় তাদের রিমান্ড দেওয়া হলো। 

রিমান্ডের আসামিরা হলেন—মো রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হাসান আসামিদের হাজির করে তিন দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

নথি থেকে জানা গেছে, ফায়ার সার্ভিস সদর দপ্তরে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আজ বংশাল থানার উপপরিদর্শক (এসআই) ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন