‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের গায়ে জ্বর আসে। তাই যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভী।
” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার রাতের গোরস্থানে পরিনতি করেছে” বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় বিএনপির এক কর্মসূচীতে তিনি এই মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, ” নির্বাচন ঘনিয়ে আসায় শেখ হাসিনা নিজেই এখন ভয় ও আতংকের মধ্যে থাকেন। তাই জঙ্গিবাদের নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি বলেন, শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসেন। তাই কখনো জঙ্গী নাটক, কখনো আগুন সন্ত্রাসের কথা বলেন। এ ধরনের কথা বলে দেশ বিদেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তিনি নিজেই যে বিভ্রান্ত তা আজ প্রমাণিত। “
ভিসা নীতির বিষয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “ভিসা নীতির কথা বলে তিনি বিদেশি টাকা লোপাট করছেন। নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ নেতারা এখন চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়া বিএনপির অসুস্থ নেতাদের নামেও মিথ্যাচার এবং অপপ্রচার করছেন।”
এর আগে বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবে রিজভী গত ২৯ আগস্ট সিদ্ধিরগঞ্জে পদযাত্রা কর্মসূচীতে পুলিশের সাথে সংঘর্ষে আহত ও চোখে আঘাতপ্রাপ্ত ফতুল্লা থানা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম টিটুর সাথে দেখা করে তার শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। পরে বিএনপির জেডআরএফের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।