বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সনদ ও ছাড়পত্র ছাড়াই ব্র্যান্ডের শ্যাম্পু বিক্রি ও বাজারজাত করায় রাজধানীর লালবাগের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লালবাগের জিদান এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে সনদ ও ছাড়পত্রের জন্য ৮০ হাজার এবং ওজন ও পরিমাপ আইনে আরও ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।
এ সময় অবৈধ মালামাল ধ্বংস ও কারখানা সিলগালা করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর কর্মকর্তা মো. আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) মো. মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) দায়িত্ব পালন করেন।