ঢাকায় চমক দেখালো না.গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার রাজপথে চমক দেখিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় মাহনগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা।

শুক্রবার (১ লা সেপ্টেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি আয়োজন করা হয়।

এসময়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো নগরী।

বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন জনি, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি হামিদুর রহমান সুমন, সেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন, আমিনুল ইসলাম, সাইফুল, রুবেল, কিবরিয়া, মাহাবুব, শাকিলসহ ভিবিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন