নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল হত্যা মামলার পলাতক আসামী কুখ্যাত খুনি ইয়াকুব আলী ওরফে শুভ আহম্মেদ আকাশ ওরফে রগ কাটা আকাশকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আকাশ ইসদাইর বুড়ির দোকান এলাকার নুরুল আমিনের বাড়ির ভাড়াটিয়া মৃত আবুল কাশেম ও সাজেদা বেগম দম্পতির ছেলে।
শনিবার বিকেলে র্যাব-১১ সিপিসি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী রগ কাটা আকাশ ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করে।
হত্যার পর আসামীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাহিরে গ্রেফতার এড়াতে নিজেরা আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আকাশকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রগকাটা আকাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একই থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। রগকাটা আকাশকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।