নারায়ণগঞ্জ শহরে বিয়ের প্রতিশ্রুতিতে কিশোরীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেছে কিশোরীর বাবা। নলুয়াপাড়া বালুর মাঠ এলাকার মিনহাজ নামে এক যুবককে কিশোরীকে প্রেমের ফাঁদে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার ধর্ষণ করেছে এমন অভিযোগে ওই কিশোরীর বাবা।
সর্বশেষ গত শনিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে বিয়ের কথা বলে মিনহাজ কিশোরীকে তার নানা বাড়ীতে নিয়ে এবং সেখানেই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে মামলা জানানো হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রুবেল বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত মিনহাজ আত্মগোপন করে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে তার অবর্তমান অবস্থান শনাক্তের চেষ্টা কলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আউতায় নিয়ে আসা হয়।
মামলায় বলা হয়, নগরীর নলুয়পাড়া এলাকার স্বপনের ছেলে মিনহাজ। সে এলাকায় একজন বখাটে হিসেবে বহুল পরিচিত। বিভিন্ন বয়সী স্থানীয় নাবালক মেয়েদের স্কুল-কলেজে আসা যাওয়ার পথে তাদেরকে উত্যাক্ত করাসহ বিভিন্নভাবে প্রেম নিবেন করে থাকে। ঠিক একই ভাভে ১৫ বছরের কিশোরীকে ওই যুবক প্রেমের ফাঁদে ফেলে কিশোরীর সাথে যৌন সম্পর্ক গড়ে তোলে।
গত শনিবার দুপুর ১টার সময় মিনহাজ কিশোরীকে নিয়ে নলুয়াপাড়া বালুরমাঠ এলাকায় তার নানা বাড়ীতে নিয়ে যায়। এরপর বিয়ের কথা বলে কিশোরীকে জোরপূর্ব ধর্ষণ করে। কিশোরীর বাবার অভিযোগ এই ছেলে এর আগেও বিয়ের কথা বলে তার নাবালক মেয়েকে ধর্ষণ করেছে।