রাজধানীর প্রবেশ চেকপোস্ট, মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি, আটক অন্তত ৩০

বিএনপির সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনাতে এড়াতে রাজধানীর প্রবেশ পথ নারায়ণগঞ্জের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা৷ আর সাইনবোর্ড এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তবে বিএনপি নেতাকর্মীদের দাবি সমাবেশে যোগদানে বাঁধাসহ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পুলিশ এ আয়োজন। গেল রাত থেকে নেতাকর্মীদের বাড়িঘরে তল্লাশিসহ অনন্ত ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি জেলা ও বিএনপির বিএনপির৷

বুধবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়সহ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, পুরাতন সড়ক, আদমজী নগর সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার মূল প্রবেশ পথ সাইনবোর্ড এলাকাতে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সাঁজোয়া যান, ওয়াটার ক্যান, এপিসি ভ্যানসহ বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহভাজন মনে হলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, মহাসমাবেশের আগে নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে পুলিশ জেলাজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। তারা মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে গণপরিবহনগুলোতে তল্লাশি চালাচ্ছে। অনেক নেতাকর্মীকে তারা রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। সকাল ১০ টা পর্যন্ত জেলায় অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয় আমরা নিশ্চিত হতে পেরেছি।

যদিও এই তল্লাশিকে নিয়মিত কাজের অংশ বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কোথাএ যেন কোন ধরনের হামলা নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জনগণের যানমালের ক্ষয়ক্ষতি কেউ করতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি যাদের বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন