নারায়ণগঞ্জের বন্দরে ইজিবাইক চুরিকে কেন্দ্র করে রাজিব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার নবীগঞ্জ এলাকায় শালিসের চলাকানলীন সময়ে ডেকে নিয়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে হত্যায় জড়িতরা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।