নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী ও ২নং রেল গেইট এলাকায় ভ্রাম্যমান আদালতর অভিযানে ৪ মাদক বিক্রেতাকে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সাজা প্রাপ্তরা হলেন, সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত জিন্নাহ মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩৯), শহরের চাঁনমারী মডেল কলেজ এলাকার আলাউদ্দিনের ছেলে ইয়াছিন (৩০), বন্দর উপজেলার সালেহ নগর এলাকার মৃত বাদশা মিয়া মেয়ে উজ্জল মিয়ার স্ত্রী বাঁশি বেগম (৪০) ও একই এলাকার মৃত হাসান হাওলাদারের ছেলে গেন্দি মিয়া (৫৯)।
বৃহস্পতিবার দুপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে। পরে শহরের চাঁনমারী, ২নং রেল গেইট এলাকায় সমন্বীত রেইডিং পার্টি মাদক বিরোধী অভিযান চালিয় ওই চার জনকে মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে আটককৃতদের হাজির করা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।