বুয়েট শিক্ষার্থীদের জামিনে কারা ফটকে স্বজনদের অপেক্ষা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মুক্তির অপেক্ষায় সুনামগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করছেন মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা। 

বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর আমলি আদালতে জামিনের আবেদন করলে ৩২ জনের জামিন দেন বিচারক ফারহান সাদিক। সন্ধ্যা ৭টার দিকে আদালত থেকে কারাগারে জামিনের আদেশ পৌঁছায়। 

কারাগারে থাকা বুয়েট শিক্ষার্থী সাদ আদনান অপির বাবা আব্দুল কাইয়ুম বলেন, এমন ঘটনা কখনো আশা করিনি। ছেলেকে হাওরে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। তারা হাওরে ঘুরতে আসলে পুলিশ তাদের আটক করে। গতকাল জেলে দেখা করার সময় ছেলে খুব কেঁদেছে। বলেছে বাবা আমরা কোনো অপরাধ করিনি। আমাদের কেন আটক করা হয়েছে? আমরা নির্দোষ। 

কারা ফটকের সামনে থাকা একাধিক স্বজন গ্রেপ্তারকৃতদের জামিন দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, পুলিশ আটকের পরও আমাদের কিছু জানায়নি। এখনো কিছু জানি না। তাদের মুক্তির অপেক্ষা করছি। তারা মুক্তি পেলে মন শান্তি হবে। তাদের কাছ থেকে জানতে পারবো কী হয়েছিল।

গত রোববার (৩০ জুলাই) বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ২৪ জন বুয়েটের শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করা হয়।

পুলিশ প্রথমে ৩৪ জনকেই বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী বলে জানালেও পরে সবার পরিচয়সহ জানানো হয়। ৩৪ জনের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী, সাতজন সাবেক শিক্ষার্থী এবং তিনজন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।

পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩১ জুলাই) তাদেরকে আদালতে তোলা হলে বিচারক ফারহান সাদিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন