যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার পশ্চিম লাফায়েতে ৩ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন পারড্যু ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষক অনিক পল। একটি সেতু থেকে নর্দীতে ঝাঁপিয়ে পড়ার থেকে নিখোঁজ হয়েছেন তিনি।
জার্নাল অ্যান্ড কুরিয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনিক পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অনিক পালের পরিবারের সাথে পুলিশ যোগাযোগ রাখছে।
পশ্চিম লাফায়েত পুলিশ বলছে, অনিক পাল যে সেতু থেকে লাফ দিয়েছিলেন সে বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। তার সন্ধানে ৯ ঘণ্টা অভিযান চালানো হয়েছে। তবে কোনো সফলতা পাওয়া যায়নি।