থানা থেকে পালিয়ে নদীতে ঝাঁপ দিল চোর 

একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা থাকা এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছিল চোর। সেই থানা থেকেই সোজা পালিয়ে নদীতে ঝাঁপ দিলেন তিনি।  

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়।

লাল্টু পাল নামের এই ব্যক্তি থানা থেকে দৌড় দিলে পিছন পিছন তাড়া করে পুলিশ। কিন্তু গঙ্গার ধারে গিয়ে থামতে হয় তাদের। লাল্টু ততক্ষণে সাঁতার কেটে অনেক দূর এগিয়ে যান।  

তবে পুলিশ এবং সাধারণ মানুষ গঙ্গার ঘাটে ‘চোর চোর’ চিৎকার করতে থাকেন। ততক্ষণে একজন প্রত্যক্ষদর্শী ‘চোর’কে তাড়া করে গঙ্গায় ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ সাঁতার কাটায় ক্লান্ত ‘চোর’ নৌকা আকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন। ব্রিজের কাছাকাছি থাকা একটি নৌকার মাঝিদের নজরে পড়ে বিষয়টি। শেষমেষ তাকে সেই নৌকায় তুলে আবার থানায় নিয়ে আসা হয়। সেখানে গ্রেপ্তার করা হয় লাল্টুকে। 

এ বিষয়ে পুলিশ কিছু বলতে না চাইলেও স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে- কী করে থানা থেকে একজন পালিয়ে যান?  

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন