যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্রবিরোধীরা বিক্ষোভ করেছেন। এ সময় রাজতন্ত্র বিরোধী গ্রুপ রিপাবলিকের প্রধান নেতাকে আটক করেছে পুলিশ। চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ত্রাফালগার স্কয়ার থেকে তাকে আটক করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায় রাজতন্ত্র বিরোধী কয়েকজন বিক্ষোভকারী ‘আমার রাজা নয়’ লেখা সম্বলিত টি-শার্ট পরে আছেন। এ সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। যার মধ্যে রয়েছেন রিপাবলিকের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও।
ওই বিক্ষোভকারীরf গাড়ি থেকে রাজতন্ত্র বিরোধী প্লাকার্ড নামাচ্ছিলেন। তাদের যেখান থেকে আটক করা হয়েছে সেখান দিয়েই বাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যান রাজা তৃতীয় চার্লস। পরবর্তীতে ওয়েস্টমিনিস্টারে নানান আয়োজনে রাজ অভিষেক হয় চার্লসের।