প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার অপরাধে নিজের মায়ের হাতেই খুন হতে হলো এক তরুণীকে। ভারতের রাজস্থানের আজমেঢ়ে এ ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, নিহত তরুণীর নাম সোনু। ২৯ এপ্রিল রাজস্থানের একটি কুয়ো থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই তরুণীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে গণধর্ষণের পর খুন করা হয়েছে তরুণীকে।
এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর এতেই ধরা পড়েন তরুণীর মা। শেষ পর্যন্ত স্বীকার করেন যে, বারবার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতো সে। মানা করলেও শুনতো না।
মায়ের দাবি, সহ্যের সীমা অতিক্রম করলে পাশে থাকা একটি কুড়াল দিয়ে একদিন মেয়ের মাথায় সজোরে আঘাত করেন, আর তাতেই মৃত্যু হয় তরুণীর।
মা স্বীকার করেন, ছেলে হানিফ বাড়ি ফেরার পর দুজনে মিলে মেয়ের মৃতদেহ জঙ্গলের কুয়োয় মধ্যে ফেলে আসেন। তার দাবি, ইচ্ছাকৃত নয়, বরং রাগের মাথায় ঘটে।