তেল উৎপাদন কমিয়েছে রাশিয়া

যদিও দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত মাসে (মার্চে) প্রতিদিন স্বাভাবিকের চেয়ে সাত লাখ ব্যারেল কম তেল উৎপাদন করা হয়েছে। তবে গত মাসে সাগরপথে রাশিয়া যে পরিমাণ তেল রপ্তানি করেছে এবং দেশটির স্থানীয় পরিশোধনাগারে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল, সেটির সঙ্গে এ তথ্যের অসামঞ্জস্য রয়েছে।

এক্ষেত্রে রুশ মন্ত্রণালয়ের ওই সূত্রের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়েছে— দেশটি এখন কী পরিমাণ তেল উৎপাদন করছে সেটি নিশ্চিত নয়।

গ্রুপ অব সেভেন (জি৭) ও ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার এবং তেল সরবরাহে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করায় মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছিল রাশিয়া।

তবে জ্বালানি মন্ত্রণালয়ের ওই সূত্রের তথ্য অনুযায়ী, ঘোষণার চেয়ে উৎপাদন আরও ৪০ শতাংশ কম ছিল।

নাম গোপন রাখার শর্তে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারিতে উৎপাদনকারীরা গড়ে প্রতিদিন এক কোটি ২৮ লাখ পাঁচ হাজার টন জ্বালানি উৎপাদন করেছেন। যা ৯০ লাখ ৪০ হাজার ব্যারেলের চেয়ে একটু বেশি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন