সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগে থানায় মামলা করেছেন ভ‚ক্তভোগী তরুণীর মা।

গত ৫ আগষ্ট (শনিবার) দুপুর ২টার দিকে আরাফাত নামে এক যুবক বাকপ্রতিবন্ধী তরুণীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আরাফাত বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে তরুণীর পরিবারকে চুপ থাকতে বলে।

পরে অভিযুক্ত যুবক মেয়েটিকে বিবাহ করার সিদ্ধান্ত থেকে সেরে আসালে ভ‚ক্তভোগীরা থানায় মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানিয়েছে মামলার আসামী আরাফাত ভ‚ক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণীর প্রতিবেশী। মেয়েটির মায়ের দাবী বিগত দুই মাস ধরে বিয়ের প্রতিশ্রæতিতে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল আরাফাত। পরে মেয়েটির মা থানায় অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি গ্রহণ করা হয়।

আসামী মো. আরাফাত (২৪) সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গনকবাড়ী গ্রামের মো. আজিজ মোল্লার ছেলে। এই ঘটনার পর থেকেই আরাফাত আত্মগোপনে আছে বলে জানিয়েছে ভ‚ক্তভোগীর পরিবার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন