নারায়ণগঞ্জে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দুই জনের সাজা

নারায়ণগঞ্জ শহরের পৃথক দুটি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক কারবারির সাথে যুক্ত দুই জনকে অর্থ দন্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদান্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শহরের চাঁনমারী ও পাইকপাড়া এলাকায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযান চালায়।

অভিযানে শহরের চাঁনমারী এলাকায় গাঁজা সবেন ও সংরক্ষণের অভিযোগে দুদু মিয়ার ছেলে আ. মান্নান (২৮) কে এবং একই অভিযোগে পাইকপাড়া এলাকা থেকে আ. হালিম মোল্লার ছেলে মো. হাসান (৩২) কে আটক করা হয়। পরে আটককৃত দুই জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত তাদেরকে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উপ পরিদর্শক (এসআই) মো. আতাউ রহমান সজীব। তিনি জানান, আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক কারবারির সদস্য। ইতিপূর্বে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাদেরকে একাধিকবার আটক করে নিয়মিত আইনে মামলায় অভিযুক্ত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাঁদের নিয়মিত এমন অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন